২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:১৩, ১৯ এপ্রিল ২০২১

এসএসসি-২০০০ ব্যাচের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

এসএসসি-২০০০ ব্যাচের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

প্রেস নারায়ণগঞ্জ: মহামারি করোনা ভাইরাসের কারনে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন চলছে। লকডাউনের কারণে সব কিছু বন্ধ থাকায় বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে ভবঘুরে, পথশিশু সহ নিম্ন আয়ের সাধারণ মানুষ। পবিত্র রমজান মাসে লকডাউনের মাঝে এসব অসহায় ও দরিদ্র মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জের প্রশাসন থেকে শুরু করে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। তেমনই একটি সংগঠন এসএসসি ২০০০ ব্যাচ নারায়ণগঞ্জ। সংগঠনটির প্রতিটি সদস্যদের নিজস্ব অর্থায়নে সোমবার (১৯ এপ্রিল) ২০০ দরিদ্র ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এই সংগঠনটির স্বেচ্ছাসেবীরা জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের কারনে নিম্ন আয়ের মানুষদের জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে। এসময় সরকারের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অনেকে ব্যক্তিগত উদ্যোগেও কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আমাদের ২০০০ ব্যাচ নারায়ণগঞ্জের এই ক্ষুদ্র প্রয়াস। সামনের দিনগুলোতেও আমাদের এই ধরনের কার্যক্রম চলমান থাকবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়