২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:০৪, ৬ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২১:১৮, ৬ ফেব্রুয়ারি ২০২৩

কাশীপুরে ফেন্সিডিলসহ নুরে আলম-আবির গ্রেপ্তার

কাশীপুরে ফেন্সিডিলসহ নুরে আলম-আবির গ্রেপ্তার
বায়ে নুরে আলম, বায়ে মনোয়ার হোসেন আাবির

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ নুরে আলম ও মনোয়ার হোসেন আবির নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে বারোটার দিকে কাশীপুরের পূর্ব আমবাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় ডিবি পুলিশ।

গ্রেপ্তার ৪০ বছর বয়সী নুরে আলম কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাংলাবাজার এলাকার মৃত হাসেম সরদারের ছেলে এবং ২৯ বছর বয়সী মনোয়ার হোসেন আবির বাংলাবাজার ক্বারিবাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে।

এই ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) এইচএম কামরুজ্জামান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

মামলায় পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশীপুরের পূর্ব আমবাগান এলাকা থেকে নুরে আলম ও মনোয়ার হোসেন আবিরকে গ্রেপ্তার করা হয়। নুরে আলমের কাছ থেকে তিন বোতল এবং মনোয়ার হোসেন আবিরের কাছ থেকে দুই বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তারা বিভিন্ন স্থান থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ফতুল্লা থানাধীন বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলেও মামলায় উল্লেখ করেন ডিবির এসআই।

সোমবার মামলার পর আসামি দুইজনকে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান এসআই কামরুজ্জামান।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়