২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৬:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৬:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০২১

চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি, গ্রেফতার ১

চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি, গ্রেফতার ১

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফুটপাতের দোকানে চাঁদাবাজি করার সময় আলাউদ্দিন হাওলাদার (৬১) নামে এক চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পটুয়াখালী জেলার দুমকি থানার লেবুয়াখালী এলাকার মৃত আ. রহমান এর ছেলে। এ সময় তার দখল হতে চাঁদাবাজির নগদ ১ হাজার ৭৬০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামি চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটপাতের ভাসমান দোকান মালিকদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে দোকানপ্রতি ১০০-১৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কোন দোকান মালিক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবননাশের হুমকি প্রদান করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়