২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৫:০৯, ৩ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৫:১২, ৩ ডিসেম্বর ২০২২

চাষাঢ়ায় সাংস্কৃতিক পাঠশালা ‘ফুলপাখি’ উদ্বোধন

চাষাঢ়ায় সাংস্কৃতিক পাঠশালা ‘ফুলপাখি’ উদ্বোধন

প্রেস নারায়ণগঞ্জ: শহরের চাষাঢ়ায় সাংস্কৃতিক পাঠশালা ‘ফুলপাখি’র কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে রামবাবুর পুকুরপাড় এলাকায় পাঠশালাটি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ সামছুল আলম আজাদ।

নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা শাহীনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ সামছুল আলম আজাদ।

ফুলপাখির সমন্বয়ক জাহিদ আহমেদ হৃদয়ের সূচনা বক্তব্যের পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্পী অমল আকাশ, নাট্য নির্দেশক শোয়েব মনির, সাংবাদিক আবু সাঈদ কাদেরী, শহীদুল্লাহ রাসেল, চিত্রশিল্পী রঞ্জিত কর্মকার। বিশেষ অতিথি ছিলেন নিউজ রাতদিন ২৪ সম্পাদক প্রকাশক মাহাবুবুর রহমান চঞ্চল ও ফুলপাখির নৃত্য শিক্ষক বিথী দে, ড্রয়িং শিক্ষক তৌসিফ আহমদ এবং অভিভাবকবৃন্দ।

অধ্যক্ষ সামছুল আলম আজাদ ফুলপাখি পাঠশালার নামকরণ এবং উদ্যোগকে স্বাগত জানান।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়