২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:৪৮, ২২ নভেম্বর ২০২২

আপডেট: ১৮:৫৪, ২২ নভেম্বর ২০২২

ছাত্রদল নেতার মৃত্যু: যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে মামলা

ছাত্রদল নেতার মৃত্যু: যুবলীগ-ছাত্রলীগের বিরুদ্ধে মামলা

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাত্রদল নেতা অমিত হাসান অনিকের মৃত্যুর ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ ১৪ জনের নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলার আবেদন করা হয়েছে। মৃত্যুর ১৮ দিন পর মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা এগারোটায় নিহতের পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলী আদালতে মামলার আবেদন দাখিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, মামলার আবেদন আমলে নিয়ে রূপগঞ্জ থানা পুলিশকে অনিকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্ত ও মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন আগামী তিন কার্যদিবসের মধ্যে দাখিল করার আদেশ দিয়েছেন এই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলম।

এ মামলায় আসামি করা হয়েছে রূপগঞ্জ উপজেলার মর্তুজাবাদ এলাকার বাদশা ভূঁইয়ার ছেলে ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ ভূঁইয়া (৪৩), পঁচাইখা গ্রামের আক্কাস মিয়ার ছেলে ভুলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল শিকদার (৪২), একই এলাকার অছু মিয়ার ছেলে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ্ আলম (৪২), বলাইখাঁ এলাকার আবু সিদ্দিকের ছেলে বাবু ওরফে কালাই বাবু (৩৫), পলখান এলাকার আরমান মিয়ার ছেলে রাসেল (৩০), আমলাব এলাকার আবুল হোসেনের ছেলে শাহীন মিয়া (৪০), বেলদীর মৃত আনোয়ার মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৩০), পঁচাইখাঁ এলাকার আনর আলীর দুই ছেলে মো. ওবায়দুর (৩০), আলাউদ্দিন (৪৫), সিংলাব এলাকার মৃত মোতালেবের ছেলে মিজান (৪৫), টেক বলাইখাঁ এলাকার সিদ্দিকের ছেলে রাজীব (২৬), একই এলাকার জজ মিয়ার ছেলে রানা (২৩), মর্তুজাবাদ এলাকার হারুনের ছেলে রিফাত (২৭), পঁচাইখাঁ এলাকার বাচ্চু মিয়ার ছেলে ইমরান (৩২)। এছাড়াও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

নিহত অমিত হাসান অনিক রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে। কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি অনিক একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘গত ৩ নভেম্বর ছাত্রদল নেতা অনিক হাসান যাওয়ার পর স্বজনরা থানায় মামলা নেয়নি। ফলে ১৮ দিন পর নিহতের পিতা আদালতের শরনাপন্ন হয়েছেন। বাদীর পক্ষে মামলার আবেদন করলে তা আমলে নিয়ে রূপগঞ্জ থানা পুলিশকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মৃত্যুর ঘটনা এবং পরবর্তীতে কেন মামলা গ্রহণ করা হলো না সে সম্পর্কে রিপোর্ট চেয়েছেন আদালত। একইসাথে থানা পুলিশকে নিহতের ময়নাতদন্তের রিপোর্টও দাখিলের নির্দেশ দেন আদালত। থানা পুলিশের রিপোর্ট দাখিলের পর আদালত পরবর্তী আদেশ দেবেন।’

ছেলের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের ভিত্তিতে দোষীদের শাস্তির দাবি জানিয়ে নিহতের পিতা আমির হোসেন বলেন, ‘আমার একটামাত্র ছেলে ছিল। সে আজ নাই। আমি চাই, আর কারও ছেলে যাতে এইভাবে মারা না যায়। আমি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।’

মামলার আবেদনে যা আছে

মামলার আবেদনে বাদী উল্লেখ করেছেন, ‘গত ৩ নভেম্বর ভুলতা ফ্লাইওভার রোডে ছাত্রদলের মশাল মিছিল শেষে অটোরিকশায় বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাতটায় ভুলতা-কাঞ্চন হাইওয়ে রোডের মুন্সি পাম্প ও পুনাব প্রাইমেরি স্কুলের রাস্তার মাঝখানে আসামিরা অনিকের উপর হামলা চালায়। ধারলো রাম দা, ছেনি, লোহার রড, হকিস্টিক ও পিস্তলসহ হামলা চালিয়ে অনিককে রক্তাক্ত জখম করে। পরে আসামিরা অনিককে টেনে-হিচড়ে চলন্ত ট্রাকের নিচে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।’

বাদী মামলার আবেদনে অভিযোগ করেন, ‘অনিকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা করতে গেলে রূপগঞ্জ থানার ওসি মামলা গ্রহণ করেননি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পোস্টমর্টেম রিপোর্ট সংগ্রহ করে জানা যায়, মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে অনিকের। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। থানায় মামলা না নেওয়ায় আদালতের শরনাপন্ন হয়েছেন বাদী।’

মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়