২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১১:১৩, ২৮ মার্চ ২০২১

আপডেট: ১৩:৪৬, ২৮ মার্চ ২০২১

ডিআইটি মসজিদ ছাড়লো হেফাজতের কর্মী-সমর্থকরা

ডিআইটি মসজিদ ছাড়লো হেফাজতের কর্মী-সমর্থকরা

প্রেস নারায়ণগঞ্জ: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের নির্দেশে ডিআইটি মসজিদ চত্ত্বর ছেড়েছে হেফাজতের নেতা-কর্মী-সমর্থকরা৷ সকাল সাড়ে ১০টার দিকে মসজিদ ছাড়েন তারা৷

রোববার (২৮ মার্চ) ভোর থেকে বিভিন্ন এলাকার কয়েকশ’ নেতা-কর্মী এসে নারায়ণগঞ্জে হেফাজতের ঘাঁটি বলে পরিচিত ডিআইটির রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদে জড়ো হন৷ বাইরে শক্ত অবস্থানে ছিল বিজিবি-পুলিশ-ব়্যাবের কয়েকশ’ সদস্য৷ ছিলেন জেলা প্রশাসনের দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও৷

কয়েকবার মসজিদ থেকে বেরিয়ে আসতে চাইলেও পুলিশি প্রহরার কারণে তা পারেনি হেফাজতের কর্মীরা৷ পরে মসজিদের ভেতর এবং সামনের চত্ত্বর থেকে বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নানা স্লোগান দেয় তারা৷ এ সময় তাদের হাতে লাঠি, বাঁশ দেখা যায়৷ স্লোগানের এক পর্যায়ে উত্তেজিত কর্মী-সমর্থকরা মসজিদ চত্ত্বর থেকে বেরিয়ে আসতে চাইলে তাদের নিভৃত করেন হেফাজতের নেতারা৷ পরিস্থিতি বেগতিক বিবেচনায় হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আউয়াল সকলকে মসজিদ চত্ত্বর ত্যাগের নির্দেশ দেন৷ সকলকে কোনো মিছিল ছাড়াই শান্তিপূর্ণভাবে বাড়িতে ফিরে যাবার নির্দেশ দেন মাওলানা আউয়াল৷ তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘পুলিশ কোনোমতেই বের হতে দিবে না৷ সুতরাং সকলে বাড়িতে চলে যান৷ কেউ কোনো মিছিল, স্লোগান দিবেন না৷ আল্লাহর রহমতে আমাদের হরতাল সফল হয়েছে৷ এখন সবাই গুচ্ছভাবে না গিয়ে একজন-দু’জন করে মসজিদ থেকে বেরিয়ে বাড়িতে চলে যান৷’

পরে নেতার নির্দেশে স্লোগান-মিছিল ছাড়াই মসজিদ ত্যাগ করেন ভেতরে অবস্থান নেওয়া কর্মী-সমর্থকরা৷ তবে বিজিবি-ব়্যাব-পুলিশ এখনও মসজিদের সামনে সতর্ক অবস্থানে রয়েছে৷ হরতালের সার্বিক পরিস্থির বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, সকাল থেকে জেলায় তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি৷ দুয়েকটি স্থানে অবরোধ করেছিল, তবে তা নিয়ন্ত্রণে এনেছে পুলিশ৷ সারা জেলায় ৫৮৫ জন পোশাকে এবং আরও ২০০ সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে৷ এছাড়া ব়্যাব ও বিজিবির সদস্যরাও হরতালের ডিউটিতে রয়েছে৷

উল্লেখ্য, ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় মোদী সফরবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় সারাদেশে হরতাল ডাকে হেফাজত ইসলাম নামের ধর্মীয় সংগঠনটি৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়