২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:১৫, ২৪ মে ২০২২

আপডেট: ১৯:১৫, ২৪ মে ২০২২

ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করলেন জেলা ও দায়রা জজ

ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করলেন জেলা ও দায়রা জজ

প্রেস নারায়ণগঞ্জ: ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু হয়েছে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টায় আদালতে জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান এই পদ্ধতির উদ্বোধন করেন। এখন থেকে ডিজিটাল বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা প্রদান করবেন আদালতের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা, সাবিনা ইয়াসমিন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলম, আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান প্রমুখ।

জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবু হাসান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারই একটি অংশ ডিজিটাল হাজিরা। আদালতে কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে হাজিরা নিশ্চিত করণের লক্ষ্যে বায়োমেট্রিক পদ্ধতির এই ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের পদ্ধতি আমরা গ্রহণ করেছি। জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান আজকে এর শুভ উদ্বোধন করলেন।’

আদালতের নাজির কামরুল হুদা বলেন, ‘আজকে জেলা জজ স্যার ডিজিটাল হাজিরার উদ্বোধন করলেন। জজ আদালতের সকল কর্মচারীদের পুরনো যে পদ্ধতি ছিল এর চেয়ে আধুনিকায়নে আমরা সন্তুষ্ট। সবাই আমরা আনন্দিত ও সন্তুষ্ট বোধ করতাছি।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়