২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:২০, ১০ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২০:২০, ১০ সেপ্টেম্বর ২০২১

দুই শ্রমিককে আটকে মুক্তিপণ দাবি, কথিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

দুই শ্রমিককে আটকে মুক্তিপণ দাবি, কথিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইলে মুক্তিপণ আদায়ে ১৬ বছর বয়সী এক কিশোরী ও এক পোশাক শ্রমিককে আটকে রাখার অভিযোগে কথিত ছাত্রলীগ নেতা পলাশ দাসকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ৷ একই সাথে আটকে রাখা কিশোরী পোশাক শ্রমিক সোহানা খাতুন (১৬) ও তার সহকর্মী জসিম উদ্দিন জিসানকে (১৯) উদ্ধার করা হয়েছে৷

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকার একটি রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার ও ভুক্তভোগীদের উদ্ধার করে পুলিশ। গ্রেফতার পলাশ দাস ভোলাইল শান্তিনগরের নির্মল দাসের পুত্র৷ সে নিজেকে ছাত্রলীগ নেতা বলে পরিচয় দেয় বলে জানায় স্থানীয়রা৷

এ ঘটনায় ভুক্তভোগী সোহানা খাতুনের বড় বোন নাসরিন খাতুন বাদী হয়ে পলাশ দাস ও ভোলাইল শান্তিনগরের বড় মসজিদের লিয়াকত আলীর পুত্র মো. হিমেলের (২৬) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫-৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

মামলার এজাহারে বাদী বলেন, তার ছোট বোন
বিসিকের মার্টিন নীটওয়্যার লিমিটেড নামক প্রতিষ্ঠানে চাকুরি করেন৷ প্রতিদিনের মতো তার ছোট বোন সকাল ৮ টার দিকে নিজ কর্মস্থলে যায়। রাত ৮ টার দিকে গার্মেন্টস ছুটি হওয়ার পর বাদীর ছোট বোন জিসান নামক তার এক সহকর্মীকে নিয়ে বাসায় ফেরার পথে বাসার সামনের রাস্তা থেকে জোরপূর্বক তাদেরকে আসামিরা ভোলাইল শান্তিনগরের একটি রিকশার গ্যারেজে নিয়ে যায়।সেখানে তাদেরকে আটকে রেখে বাদীর মোবাইল ফোনে ফোন করে জানায় যে, তার বোনকে একটি ছেলের সাথ পেয়ে আটকে রাখা হয়েছে। সে তার বোনকে উদ্ধারে ঘটনাস্থলে ছুটে গেলে ছোট বোনের মুক্তিপণ হিসেবে তার নিকট বিশ হাজার টাকা দাবি করা হয়। পরে পুলিশে খবর দেন তিনি৷

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, ছুটি শেষে সহকর্মীকে নিয়ে ফেরার সময় দুই পোশাক শ্রমিককে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়৷ এমম অভিযোগে অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার ও এক আসামিকে গ্রেফতার করা হয়৷ বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়