২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৪৭, ২৭ অক্টোবর ২০২০

নগরীর হারুন মিষ্টান্ন ও ঢাকা সুইটমিটকে ৬৫ হাজার টাকা জরিমানা

নগরীর হারুন মিষ্টান্ন ও ঢাকা সুইটমিটকে ৬৫ হাজার টাকা জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: নগরীর হারুন মিষ্টান্ন ভান্ডার ও ঢাকা সুইটমিটকে অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা না থাকা ও কাপ দইয়ের গায়ে উৎপাদনের তারিখ উল্লেখ না করার অপরাধে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে নগরীর শহীদ সোহরাওয়ার্দী রোডের পাশে অবস্থিত মিষ্টির দোকানগুলোতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা না থাকা ও কাপ দইয়ের গায়ে উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণ তারিখ না থাকার কারণে ২০০৯ এর ভোক্তা অধিকার আইনে হারুন মিষ্টান্ন ভান্ডার ও ঢাকা সুইটমিটকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় অভিযান পরিচালনাকালে খাদ্য সুরক্ষা পরিদর্শক মো. শাজাহান ও জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়