২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:৩২, ২৬ অক্টোবর ২০২০

না.গঞ্জে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

না.গঞ্জে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রেস নারায়ণগঞ্জ: সারাদেশের মত নারায়ণগঞ্জেও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পাঁচ দিনের দুর্গাপূজা শেষ হলো নগরীর ৩ নম্বর ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

ঢাক-কাঁসরের বাদ্যি-বাজনা আর পূজারি ও ভক্তদের পূজা-অর্চনার মধ্য দিয়ে মর্ত্যলোক ছেড়ে বিদায় নিলেন মা। অশ্রুসজল চোখে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিসর্জন দিয়েছেন দুর্গা প্রতিমাকে। এরই মধ্য দিয়ে ভাঙলো পাঁচ দিনের মিলন মেলা। হিন্দু বিশ্বাসে-টানা পাঁচদিন মৃন্ময়ীরূপে মন্ডপে মন্ডপে থেকে ফিরে গেছেন কৈলাসে স্বামী শিবের সান্নিধ্যে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আয়োজনে নগরীর ৩ নম্বর সার ঘাট এলাকায় বিসর্জন মঞ্চে প্রথমে ফতুল্লা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডলের নেতৃত্বে ফতুল্লা বারৈভোগ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিমা বিসর্জনের মধ্যে শুরু হয় বিসর্জন। পরে একে একে রামকৃষ্ণ মিশন পূজা কমিটি, নতুন পালপাড়া পূজা কমিটি,আমলাপাড়া পূজা কমিটি, দরিদ্র ভান্ডার মন্দির পূজা কমিটি, ইসদাইর রাধাগোবিন্দ মন্দির পূজা কমিটি, নন্দীপাড়া পূজা কমিটি, লক্ষী নারায়ণ পূজা কমিটির প্রতিমা বিসর্জনের মাধ্যমে রাত ৮ টায় শেষ হয় ৪০টি মন্দির পূজা কমিটির প্রতিমা বিসর্জন।

বিসর্জন হলেও তবে করোনাভাইরাসের কারণে এবার বিজয়া শোভাযাত্রা হয়নি। সব মন্ডপ ও মন্দিরের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিসর্জন ঘিরে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য নগরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিলো। নগরীর ৩ নম্বর সার ঘাট এলাকায় ছিলো বাড়তি নিরাপত্তা। দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট, নৌ পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে অবস্থানে ছিলো।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আয়োজনে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহমুদা মালা, নাসিক সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, ফতুল্লা পুজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়