২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১১:৪৭, ২৪ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জে আরও ৮ জনের করোনা শনাক্ত

নারায়ণগঞ্জে আরও ৮ জনের করোনা শনাক্ত

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৮ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৮ হাজার ৭৩২ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৫৪ জন।

রবিবার (২৪ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৩ জন, সদরে ৩ জন, সোনারগাঁয়ে ১ জন ও রূপগঞ্জে ১ জন আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৮০ জন ও আক্রান্ত ৩ হাজার ৩৩২ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৮৮৪ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪৩৬ ও মারা গেছেন ৬ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬৮৮ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৮৩৬ ও মারা গেছেন ২৬ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫৬ জন।

জেলায় এই পর্যন্ত মোট ৬৮ হাজার ৭০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১৩ জনের।

করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৮ হাজার ৪৩৬ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩ হাজার ২০১ জন, সদর উপজেলার ১ হাজার ৮২৩ জন, রূপগঞ্জের ১ হাজার ৫২২ জন, আড়াইহাজারের ৬৭৯ জন, বন্দরের ৪১৭ ও সোনারগাঁয়ের ৭৯৪ জন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়