২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:১৩, ২০ অক্টোবর ২০২০

আপডেট: ২২:৪১, ২০ অক্টোবর ২০২০

প্রধানমন্ত্রীর সুনজরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

প্রধানমন্ত্রীর সুনজরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

প্রেস নারায়ণগঞ্জ: বর্জ্য ব্যবস্থাপনায় নাসিকের ৩০১ কোটি ৩৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ৩০ কোটি ১৬ লাখ টাকা ধরা হয়েছিল নাসিকের নিজস্ব তহবিল থেকে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রকল্পের পুরো ব্যয়ই সরকারি তহবিলের অর্থেই হবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তহবিলের প্রয়োজন হবে না।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

এই প্রকল্পের বিষয়ে পরিকল্পনা বিভাগের সচিব আসাদুল ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রকল্পটি বাস্তবায়নে ৩০ কোটি ১৬ লাখ টাকা ধরা হয়েছিল নাসিকের নিজস্ব তহবিল থেকে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন সেটির প্রয়োজন হবে না। আমরা যেহেতু ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে অনেক প্রকল্প দিয়েছি, তাই এই প্রকল্পের পুরো ব্যয়ই সরকারি তহবিলের অর্থে করতে হবে।’

একনেকে এই প্রকল্প অনুমোদন পাওয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘এই প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং স্থানীয় সরকার মন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর কদমরসূল অঞ্চলের মানুষ বর্জ্য নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়বে না। এই সমস্যা থেকে আমরাও মুক্তি পাবো। নগরবাসীর সুবিধার্থে দ্রুততার সাথে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করবে নাসিক।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়