২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ০০:০৬, ১৩ জানুয়ারি ২০২৩

আপডেট: ০০:০৯, ১৩ জানুয়ারি ২০২৩

বন্দরে নাশকতা মামলায় ২ জামাত নেতা গ্রেপ্তার

বন্দরে নাশকতা মামলায় ২ জামাত নেতা গ্রেপ্তার

প্রেস নারায়ণগঞ্জ: বন্দরে নাশকতার প্রস্তুতির অভিযোগে জামায়াত ইসলামী নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ গত বুধবার (১১ জানুয়ারি) রাত আটটায় বন্দর উপজেলার ঝাউতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷

ঘটনাস্থল থেকে ওই সময় পুলিশ লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও ৫ টুকরা কাচ ভাঙার অংশ জব্দ করে বলে জানায়৷

গ্রেপ্তার দু’জন হলেন- বন্দর থানার নবীগঞ্জ এলাকার মৃত আলমাস আলী মিয়ার ছেলে বন্দর থানার ২৩-২৭নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াত ইসলামী ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন (৫৪) ও বন্দর ঝাউতলা কলাবাগ এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে বাংলাদেশ জামায়াত ইসলামী শুরা সদস্য মো. শাহজাহান (৫০)।

এ ঘটনায় বন্দর থানার উপপরিদর্শক আবুল হাসান হাওলাদার বাদী হয়ে দুই জামায়াত নেতাসহ ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মনিরুজ্জামান গ্রেপ্তার দুই জামায়াত নেতাকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার রাত পৌনে আটটায় বন্দর থানার এসআই আবুল হাসান হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স বন্দর বাসস্ট্যান্ড এলাকায় জরুরি ডিউটি করার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জামায়াতে ইসলামী নেতাকর্মী নাশকতার জন্য সমবেত হয়েছেন বলে জানাতে পারেন। সেখানে পুলিশ গেলে জামায়াত নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে পালানোর সময় দুজনকে গ্রেপ্তার করা হয়৷

এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিক জানান, নাশকতার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জামায়াতের আমির ও একজন শুরা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়