২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৩৪, ১১ নভেম্বর ২০২১

আপডেট: ২১:৪৮, ১১ নভেম্বর ২০২১

বন্দরে বিজয়ী এহসান-সালাম-মাকসুদ-কামাল, এগিয়ে কাজিম

বন্দরে বিজয়ী এহসান-সালাম-মাকসুদ-কামাল, এগিয়ে কাজিম

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দু’টিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এহসান উদ্দিন আহমেদ (বন্দর) ও মাকসুদ হোসেন (মুছাপুর)। একটিতে জিতেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজী এম এ সালাম (মদনপুর)। এগিয়ে আছেন কাজিম উদ্দিন প্রধান (কলাগাছিয়া)। বাকি এক ইউপিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল হোসেন (ধামগড়)। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন এই ৫ ইউপিতে ভোটগ্রহণ চলে। রাতে উপজেলা নির্বাচন অফিস থেকে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা হয়।

উপজেলার বন্দর ইউপিতে বিজয়ী এহসান উদ্দিনের বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মোক্তার হোসেন। মুছাপুরে মাকসুদের বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মজিবুর রহমান। ধামগড়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থী ছিলেন মাসুম আহম্মেদ। কলাগাছিয়ায় নৌকার প্রার্থী কাজিম উদ্দিন প্রধানের বিপরীতে লাঙ্গলের প্রার্থী দেলোয়ার হোসেন প্রধান। অন্যদিকে নৌকার প্রার্থী এম এ সালামের বিপরীতে ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুহুল আমিন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়