২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:১০, ৯ এপ্রিল ২০২১

বন্দরে রক্তক্ষয়ী সংঘাতের পর সেই ইমামের বিদায়

বন্দরে রক্তক্ষয়ী সংঘাতের পর সেই ইমামের বিদায়

প্রেস নারায়ণগঞ্জ: রক্তক্ষয়ী সংঘাতের পর বিদায় নিলেন বন্দরের ঐতিহ্যবাহী সোনাকান্দা কিল্লা জামে মসজিদের ইমাম মুফতি সাইফ উল্লাহ। তার বিদায়ে শুক্রবার (৯ এপ্রিল) অনেক মুসুল্লি আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখের জলে তাকে বিদায় দেন তারা।

স্থানীয় মুসল্লিরা গণমাধ্যমে বলেন, ‘আমরা মসজিদকে পবিত্র জায়গা হিসেবে জানি। কারণ এটা আমাদের ধর্মীয় স্থান, নামাজ আদায় করার শ্রেষ্ঠ জায়গা। অন্যান্য ধর্মের লোকেরাও তাদের ধর্মীয় স্থানকে পবিত্র বলে বিশ্বাস করে। সেই মসজিদের ইমামকে মসজিদ কমিটির কিছু স্বার্থন্বেষী মানুষ ষড়যন্ত্র করে বিড়াতি করলেন।’

গত ২ এপ্রিল মসজিদের ইমাম মুফতি সাইফ উল্লাহকে অব্যাহতি দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ঘটে। এতে আহত হন উপজেলা ভাইস চেয়ারম্যান ও মসজিদের মোতাওয়াল্লিসহ ছয়জন। পরে গত সোমবার বন্দর উপজেলা পরিষদে সোনাকান্দা কিল্লা জামে মসজিদের কমিটির লোকজন মিমাংসায় বসে। পরে ওই বৈঠকে ইমামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়