২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:০০, ২০ মার্চ ২০২৩

আপডেট: ২০:৫৪, ২১ মার্চ ২০২৩

বাচ্চাদের নৈতিক শিক্ষা দিতে হবে: মেয়র আইভী

বাচ্চাদের নৈতিক শিক্ষা দিতে হবে: মেয়র আইভী

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘একটা বাচ্চার বিকশিত হওয়ার জন্য প্রয়োজন আদর্শ, ন্যায়, নীতিবোধ। এইসব তৈরি হয় শিশুদের ছয় বছর থেকে দশ বছরের মধ্যে। এইটা মেডিকেল টার্মেই বলা আছে। এই সময় বাচ্চাকে যেই ধরনের শিক্ষা দিবেন, বাচ্চা ওই ধরনেই বড় হয়ে উঠবে। ওদের সামনে ধর্মের কথা বলছেন, নীতির কথা, আদর্শের কথা, জীবনযাপনের কথা বলবেন, এইসব তাদের শেখাতে হবে। তাদের নৈতিক শিক্ষা দিতে হবে।’

সোমবার (২০ মার্চ) সকালে দেওভোগের হোসাইনিয়া মমতাজিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসার শিক্ষকদের উদ্দেশে সিটি মেয়র আইভী বলেন, ‘জাতীয় সংগীত গাওয়ানোর চর্চা মাদরাসায় করতে হবে। দেশপ্রেম ঈমানের অঙ্গ। একটা বাচ্চা তো তার দেশের জাতীয় সংগীত চর্চা করবে এটাই স্বাভাবিক। আপনারা (শিক্ষক) প্রতিদিন ক্লাস শুরু করবেন জাতীয় সংগীত দিয়ে। প্রতিদিন যদি জাতীয় সংগীত দিয়ে শুরু করলে আজকে কেন করালেন না? এইটা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাচ্চারা একটু দুষ্টু। কিন্তু আপনারা তাদের যা শেখাবেন তারা তাই নেবে। প্রত্যেকটা বাচ্চাকে আপনাদের দেশপ্রেম শেখাতে হবে।’

মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী রেজা রিপনের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল কাদির, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়