২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:২৭, ১৮ জুন ২০২১

আপডেট: ২০:২৯, ১৮ জুন ২০২১

বাসদের ২ মাসব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

বাসদের ২ মাসব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

প্রেস নারায়ণগঞ্জ: বাসদের ২ মাসব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ জুন) বিকাল ৫ টায় নগরীর ২নং রেল গেইটস্থ বাসদ জেলা কার্যালয় মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ।

বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেন, ফতুল্লা থানার সমন্বয়ক এম এ মিল্টন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার।

এ সময় বজলুর রশীদ ফিরোজ বলেন, দেশে চরম কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন চলছে। গণতন্ত্র আজ নির্বাসিত। রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে সরকার দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। সরকারের দেয়া বাজেটে করোনা মোকাবিলার কোন ব্যবস্থাপত্র নেই। ৬ লক্ষ কোটি টাকার বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি খাতে বরাদ্দ হতাশাজনক। একদিকে করোনাকালে ১০ হাজার নতুন কোটিপতি তৈরি হয়েছে, আরেকদিকে আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র সীমার নিচে নেমেছে। বাজেটে চাকরিহারা ৬ লক্ষ প্রবাসী শ্রমিকসহ নতুন করে দরিদ্র মানুষদের জন্য কোন পদক্ষেপ নেই। সরকারের গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করছে তাদের ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে দমন করছে। এই আইনে গ্রেফতার হয়ে কারাগারে লেখক মুশতাককে জীবন দিতে হয়েছে। বহু সাংবাদিক, লেখক, রাজনীতিক এই কালো আইনে সাজাভোগ করছে। বর্তমান ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।

নিখিল দাস বলেন, আগামী ১২ নভেম্বর ২০২১ বাসদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে ১৮ জুন থেকে ১৮ আগস্ট পর্যন্ত ১০ হাজার লক্ষ্যমাত্রা নিয়ে নারায়ণগঞ্জে সদস্য সংগ্রহ চলবে। আগস্ট-সেপ্টেম্বরে পাড়া-মহল্লা, গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন কাউন্সিল-সম্মেলন এবং অক্টোবরে থানা, উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এ কার্যক্রম সফল করতে জেলার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

সদস্য সংগ্রহ উদ্বোধনের আগে বিকাল ৫টায় নিত্যপণ্যে দাম কমানো, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও অবিলম্বে ডিএনডি-র জলাবদ্ধতা নিরসনসহ জনজীবনের বিভিন্ন দাবিতে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়