২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:১৬, ২৫ নভেম্বর ২০২০

বিস্ফোরক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

বিস্ফোরক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় হুমায়ন কবির নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। এসময় একই মামলার অপর দুই আসামি দোষী সাব্যস্ত না হওয়ায় তাদের খালাস করেন আদালত।

কারাদন্ডপ্রাপ্ত হুমায়ন কবির রূপগঞ্জ উপজেলার ভোলাব গ্রামের আবুল মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, রূপগঞ্জের হিরনাল গ্রামে ২০০৫ সালের ২৬ অক্টোবর রাতে অভিযান চালিয়ে হুমায়ন কবির, হাকিম ফকির ও হালিম ফকির নামে তিনজনকে বিপুল পরিমাণ পটকা ও পটকা তৈরির বিস্ফোরকসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, হুমায়ন কবিরকে ১০ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেন আদালত। একই মামলায় দোষী সাব্যস্ত না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়