২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:৩৮, ৩ এপ্রিল ২০২১

আপডেট: ২৩:০৩, ৩ এপ্রিল ২০২১

মাওলানা আব্দুল আউয়াল 'আল্লাহওয়ালা মানুষ': শামীম ওসমান

মাওলানা আব্দুল আউয়াল 'আল্লাহওয়ালা মানুষ': শামীম ওসমান

প্রেস নারায়ণগঞ্জ: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়ালকে `আল্লাহওয়ালা মানুষ` বলে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাংসদ একেএম শামীম ওসমান। তিনি বলেন, `নারায়ণগঞ্জে হেফাজতের নায়েবে আমীর মাওলানা আউয়াল সাহেবের সাথে আমার সু-সম্পর্ক আছে। কারণ নিষিদ্ধ পল্লী উচ্ছেদের সময় আজ থেকে ২৫-৩০ বছর আগে উনি আমার সাথে কাজ করেছেন। আমি মনে করি ভদ্রলোক একজন আল্লাহওয়ালা মানুষ। আউয়াল কিন্তু পদত্যাগ করেছিলেন সহিংসতার কারণে।` গতকাল শুক্রবার (২ এপ্রিল) রাতে বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে তিনি এমন কথা জানান।

তিনি বলেন, মাওলানা ফেরদৌস বলেছে, শহরে কিন্তু কিছু হয়নি। কোনো ঘটনা ঘটেনি। শহর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এই এলাকার ভিতরে কিছু হয়নি। যা ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের সাইবোর্ড এলাকায়। সেখানে সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে মাদানীনগর মাদ্রাসা। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, এই মাদ্রাসা থেকে একটা ছেলে বের হয় নাই। চারটার সময় যে ঘটনা ঘটেছে সেটা একটা মার্কেট থেকে বের হয়েছে। যারা বের হয়েছে তাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে।’

শামীম ওসমান বলেন, ‘হেফাজতের বিষয়টা একেক জায়গায় একেক রকম আকার ধারণ করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় ফুলের বাগান থেকে আরম্ভ করে আলাউদ্দিন খাঁর সংগীতাঙ্গন এবং এমন কোনো সেক্টর নাই আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, মেয়র, পৌরসভার মেয়র কার্যালয়, প্রেসক্লাবসহ বিশাল একটা লিস্ট আমার কাছে আছে, যেখানে হামলা হয়েছে। একটা অকার্যকর রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। এটা হচ্ছে তার মডেল। ব্রাহ্মণবাড়িয়ায় যা ঘটেছে সেটাই তারা চায়। কে চায়? এই চাওয়াটা কি শুধু হেফাজতের নাকি অন্য কারোর?’

টকশোতে শামীম ওসমান ছাড়াও আলোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়