১৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৮:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২২:১৯, ১৯ সেপ্টেম্বর ২০২১

মেলা ফুডসহ ১১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মেলা ফুডসহ ১১ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে অভিযান চালিয়ে আবাসিক ও বাণিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। রোববার (১৯ সেপ্টেম্বর) শহরের কলেজ রোড ও জামতলা এলাকায় পরিচালিত এ অভিযানে মেলা ফুড ভিলেজ নামে একটি রেস্তোরাঁসহ আরও ১১টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস।

অভিযানে নেতৃত্ব দেওয়া তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী গোলাম ফারুক জানান, দিনভর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে নেওয়া ১১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া জামতলা এলাকায় অবস্থিত রেস্তোরাঁ মেলা ফুড ভিলেজেও অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়। পার্শ্ববর্তী একটি আবাসিক ভবন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিচ্ছিন্ন করা সংযোগগুলোর সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী শাকির আহমেদসহ নারায়ণগঞ্জ ও ফতুল্লঅ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়