২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:০০, ২২ অক্টোবর ২০২০

আপডেট: ২২:২২, ২২ অক্টোবর ২০২০

র‌্যাবের অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ২

র‌্যাবের অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ২

প্রেস নারায়ণগঞ্জ: ৪০ লিটার দেশীয় মদসহ সাজু (৫৯) এবং বাবুল (৬৩) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।  বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নগরীর ১নং ঘাট থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাজু বন্দর থানার সোনাচোরা গ্রামের এবং বাবুল সদর থানার মিনা বাজারের মহিম গাঙ্গুলী রোডের বাসিন্দা।

র‍্যাব-১১ এর কালিরবাজার ক্যাম্পের ইনচার্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে সাজু এবং বাবুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৪০ লিটার দেশীয় মদ এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, এই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ১ নং ঘাট এলাকায় দেশীয় মদ বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়