২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৪৫, ৭ অক্টোবর ২০২১

আপডেট: ১১:৩৮, ১০ অক্টোবর ২০২১

শামীম ওসমানের আসনে নৌকার দুর্গতি

শামীম ওসমানের আসনে নৌকার দুর্গতি

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনে তিনবারের সাংসদ নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী সাংসদ একেএম শামীম ওসমান। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে ওই আসনে বিজয়ী হয়েছেন তিনি। তার সংসদীয় আসনেরই একটি ইউনিয়ন কুতুবপুর। শামীম ওসমান নিজের সংসদীয় আসনে নৌকা প্রতীকে বারবার বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেও কুতুবপুর ইউনিয়ন পরিষদে বারবারই পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। গত নির্বাচনেও মাত্র ৯ হাজার ভোট পেয়েছেন নৌকার প্রার্থী। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মনিরুল আলম সেন্টু ৪৩ হাজার ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। পূর্বের নির্বাচনগুলোতেও একই অবস্থা ছিল আওয়ামী লীগের প্রার্থীর। কুতুবপুরে আওয়ামী লীগের এমন দুর্গতিতে এবার বিএনপি নেতা সেন্টুকেই নৌকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

কুতুবপুরে আওয়ামী লীগের দুর্গতির কথা স্বীকার করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন। তিনি বলেন, ‘এবার মনিরুল আলম সেন্টু নৌকার একক চেয়ারম্যান প্রার্থী। আওয়ামী লীগের সমর্থনে তো তিনবার চেয়ারম্যান নির্বাচন করাইলাম। একজনে পায় পাঁচ হাজার ভোট, আরেকজনে পায় সাত হাজার ভোট, আরেকজনে পায় দশ হাজার ভোট। বিএনপির দুর্গ কুতুবপুর। এই দুর্গ ভাঙতে বিএনপির সাবেক নেতারেই নমিনেশন দিতে হইতেছে। কারণ অন্য কাউরে দিলে সে ১৫ হাজারের বেশি ভোট পাইতো না। এই চিন্তাভাবনা কইরা সেন্টুরেই দিলাম।’

এটা আওয়ামী লীগের ব্যর্থতা কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সে (সেন্টু) তো এলাকায় জনপ্রিয় নেতা। তিনবারই নির্বাচন কইরা সে বিপুল ভোটে জিতছে। আওয়ামী লীগ তো তার এক পার্সেন্টও পায় না। চিন্তা-ভাবনা কইরা দেখলাম, তারপর তারেই নৌকা দেওয়ার সিদ্ধান্ত নিলাম।’

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমার ছোট ভাইতো মেম্বার ইলেকশন করতেছে। তার পক্ষেই কাজ করতেছি। তাই আমি ইলেকশনে দাঁড়াই নাই।’ জসিম উদ্দিন বলেন, ‘সভা হইছে, সভায় তৃণমূল সেন্টুর পক্ষেই সমর্থন দিছে। তৃণমূল সমর্থন দিছে, এমপি সাব না দিয়া যাইবো কই? ইউনিয়ন থেকে এককভাবে তার নাম দিছি, থানা থেকেই কোনো আপত্তি তোলা হয়নি। তার নামই কেন্দ্রে গেছে।’

প্রসঙ্গত, কুতুবপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম রসুল শিকদার, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল, সদস্য শাহ্ আলম গাজী টেনুসহ অনেকেই।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়