২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ২১:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২১

শামীম ওসমানের কথায় খোকন সাহার মুখে তালা

শামীম ওসমানের কথায় খোকন সাহার মুখে তালা

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা বলেছেন, ‘মুখে তালা লাগিয়ে রেখেছি শামীম ওসমানের কথায়। বলতে গেলে শামীম ওসমান বলে, চুপ। কয়দিন আটকিয়ে রাখবে শামীম ওসমান? বলেই দিব একবার।’

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরে সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে ভাষাবীরদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এ শহরের ৫০ বছরের ইতিহাস আমি জানি। অনেকেই ভুলে গেছেন, আমি ভুলি নাই। ৭৫ এর পরে শামীম ওসমানের সাথে রাজনীতি করি এবং আমরা দল করতে এসেছি। সত্য কথা বলার অপরাধে মামলা দিয়েছেন, কোনো আপত্তি নাই। আমি নারায়ণগঞ্জের ভাষায় বলি চুলকানি, যেটা অনেকের পছন্দ হয় না। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করবেন না, চুলকাবেন না। ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত জাতির জনকের সরকারের কিছু বদনাম হয়েছিল, নারায়ণগঞ্জও তার ব্যতিক্রম নয়। নারায়ণগঞ্জে কাদের কাদের কারণে বঙ্গবন্ধুর সরকারের বদনাম হয়েছিল সব কিন্তু বলে দিব।’

খোকন সাহা বলেন, ‘২০১৩ সালে গণভবনের এক মিটিংয়ে নেত্রীকে বলেছিলাম আমি আর রাজনীতি করবো না। সেখানে আমি বলেছিলাম একটা ছোট ছেলের হত্যাকান্ড নিয়ে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর রাজনীতি ধ্বংস হচ্ছে, জোহা সাহেবের পরিবার, আমরা ধ্বংস হচ্ছি এবং দল ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমি বলেছিলাম, আমি একটা স্কুল করবো এবং সে স্কুলে আপনার কিছু কর্মী গড়ে তুলবো। সেদিন নেত্রী আমাকে বলেছিল না তুমি দল করবে এবং তিনি আমাকে মনোনীত করলেন।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি ২৬ বছর ধরে এই শহরে আছি, তাই আমি সকল ইতিহাস জানি। যারা ইট খুলতে চান, কোন বাড়িটির ইট খুলবেন? যে বাড়িতে ভাষা আন্দোলনের সভা হয়েছিল, আওয়ামী লীগের গঠন করার বিষয়ে সভা হয়েছিল সে বাড়ির ইট খুলতে চান?’

তিনি বলেন, ‘জিউস পুকুর দখল করবেন, হবে না। মেয়রের বক্তব্য মিথ্যা, ভিত্তিহীন। কারা তথাকথিত দলিল করে দিলো? দেবোত্তর সম্পত্তি, ওয়াক্ফা স্টেটের সম্পত্তি কিন্তু হস্তান্তর হয় না। শুভঙ্করের ফাঁকি আমাদের দিবেন না, আমরা সব জানি। আপনার নানার সম্পত্তি পাওয়ার কথা আপনার বাবার কিন্তু আপনার চাচা কীভাবে পাবে? এরশাদ, খালেদা জিয়ার আমল থেকে অনেক মামলা ও পিটুনি খেয়েছি। আমি যদি আপনার বক্তব্যের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা করি তাহলে পার পাবেন না। আপনি যে ভুল করেছেন সে ভুল আমি করি নাই।’

খোকন সাহা বলেন, ‘কখনও শামীম ওসমান ত্বকীকে খুন করেছেন, আবার কখনও অয়ন ওসমান খুন করেছেন। ৪৯ বছর ধরে শামীম ওসমানের সাথে চলি কাউকে একটা থাপ্পড়ও দিতে দেখি নাই। আর অয়ন প্রতিভাবানদের কদর করার চেষ্টা করেন, তার হাতে অনেক সৃষ্টি। কাকে আপনি হত্যা মামলায় জড়ানোর চেষ্টা করছেন, ঠিক না। আপনারও সন্তান আছে। দয়া করে বিভিন্ন তথাকথিত বুদ্ধিজীবীদের সাথে প্রেস কনফারেন্স করে চরিত্র হনন করবেন না। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, ত্বকী হত্যার বিচার আমরা চাই। চঞ্চল হত্যাকান্ডের বিষয়ে আপনারা এ পরিবারের দিকে ইঙ্গিত করেছিলেন যে, তারাই চঞ্চলকে মেরেছে। অথচ প্রমাণিত হলো তারা চঞ্চলকে মারে নাই।। লাফালাফি কইরেন না ও যাকে-তাকে খুনি বানাবেন না।’

মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধার সঞ্চালনায় ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বন্দর থানা শাখার সভাপতি মুজাহিদ কবীর মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, ইশরাত জাহান খাঁন স্মৃতি, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদ, ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনুু, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়