২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৩৪, ৫ এপ্রিল ২০২০

আপডেট: ২০:৩৭, ৫ এপ্রিল ২০২০

সায়েমের উদ্যোগে আলীরটেকের ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সায়েমের উদ্যোগে আলীরটেকের ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রেস নারায়ণগঞ্জ: করোনা ভাইরাসের কারণে কর্মহীন হওয়া সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ৭০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সমাজসেবক ও ব্যবসায়ী সায়েম আহম্মেদ। রোববার ৫ এপ্রিল কুড়েঁরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সহকারী শিক্ষক আলী আকবর, সহকারী শিক্ষক আতাউরের নেতৃত্বে আলীরটেক ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে আছে, ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি আটা, ১ কেজি তেল, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল ও ১ কেজি লবন। বাড়ি বাড়ি গিয়ে এইসব খাদ্য সামগ্রী পৌছে দেন সায়েম আহম্মেদ, মোহাম্মদ আলী ও ডালিম আহম্মেদ।

সায়েম আহম্মেদ বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে সরকারের নিয়ম মেনে সবাইকে ঘরে থাকতে হবে। আমি সকলকে আহবান জানাই কেহ অপ্রয়োজনে ঘর থেকে বের হবেনা। আপনি সুস্থ্য থাকুন অপরকে সুস্থ্য রাখুন। তিনি বিত্তবানদের এগিয়ে এসে হতদরিদ্র মানুষের পাশে থাকার আহব্বান জানান।

তিনি বলেন, যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি, ভয় পাওয়ার কারন নেই।

এসময় উপস্থিত ছিলেন, কুড়েঁরপাড় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহানুল্লা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাঈল মাদবর, সাধারণ সম্পাদক জামাল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল, সমাজ সেবক আব্দুল মান্নান, আব্দুল মাদবর, সরদার সেলিম, সরদার হালিম, সাহাবুদ্দিন, সরদার জুলহাস, শহীদ মেম্বার, সুলতানা, সালাউদ্দিন, শারজাহান, হাকিম, সুরুজ্জামান, কামাল মাদবর, শুক্কুর আলী, এসটি আলমগীর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়