২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৫৬, ১৭ জানুয়ারি ২০২২

আপডেট: ২০:৫৬, ১৭ জানুয়ারি ২০২২

সোনারগাঁয়ে মাইক্রোবাস খাদে পরে পুলিশের ২ এসআই নিহত

সোনারগাঁয়ে মাইক্রোবাস খাদে পরে পুলিশের ২ এসআই নিহত

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) সোয়া ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এসএম শরীফুল ইসলাম। তারা দু’জনেই সোনসারগাঁ থানায় কর্মরত ছিলেন। স্থানীয়রা উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আরও এক সহকারী উপপরিদর্শক(এএসআই) আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার কার্যালয়ে একটি অপারেশনের ব্রিফিং শেষে থানার দিকে ফিরছিলেন তারা। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মাইক্রোবাস রাস্তার পাশে একটি পানি জমা খাদে গিয়ে পড়ে। ওই মাইক্রোবাসে দুই এসআই, এক এএসআই ও দুইজন কনস্টেবল ছিলেন। দুইজন এসআই মারা গেছেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়