২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৩৩, ৩ এপ্রিল ২০২১

স্বাস্থ্যকর্মীদের প্রচারণায় মাস্ক পরার আহ্বান

স্বাস্থ্যকর্মীদের প্রচারণায় মাস্ক পরার আহ্বান

প্রেস নারায়ণগঞ্জ: মহামারী ক‌রোনা ভাইরা‌সের সংক্রমণ রো‌ধে নারায়ণগঞ্জ সদর উপ‌জেলার সকল স্বাস্থ্যকর্মী মাস্ক পর‌তে উদ্বুদ্ধ কর‌তে প্রচারা‌ভিযান চা‌লি‌য়ে‌ছেন। শ‌নিবার (৩ এ‌প্রিল) বি‌কে‌লে ফতুল্লা ম‌ডেল থানার সাম‌নের প্রধান সড়‌কে উপ‌জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জা‌হিদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে স‌চেতনতামূলক এ প্রচারা‌ভিযান অনু‌ষ্ঠিত হয়।

সড়‌কের দু`পা‌শে শারী‌রিক দুরত্ব বজায় রে‌খে স্বাস্থ্যকর্মীরা দাঁ‌ড়ি‌য়ে প্রচারাণাকা‌লে যে কোন পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের বিষয়টি গুরুত্ব দেন। এ সময় ক‌রোনাভাইরাস মোকা‌বেলায় জনসাধারণ‌কে স্বাস্থ্যবি‌ধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ ক‌রা হয়। করোনাভাইরাস থেকে সুরক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানা‌নো হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ফতুল্লা ইউ‌নিয়ন প‌রিষ‌দের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফুর রহমান স্বপন, দুই জন স্বাস্থ্য পরিদর্শক, একজন স্যানিটারি পরিদর্শক, ২১ জন স্বাস্থ্য সহকারী ও ১৭ জন সিএইচসিপি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়