২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৭:৫৭, ২৪ মে ২০২৩

আপডেট: ১৭:৫৯, ২৪ মে ২০২৩

হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন জেল

হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন জেল

প্রেস নারায়ণগঞ্জ: ২০১১ সালের একটি হত্যা মামলায় তিনজন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। বুধবার (২৪ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

আদালত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দিয়েছে বলে জানান তিনি।

আসামিরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার কাশেম আলীর ছেলে মো. জাহাঙ্গীর (৬০), তার স্ত্রী ফাতেমা বেগম (৩৫) এবং আক্কাস মিস্ত্রির ছেলে জয়নাল আবেদীন (৪০)।

মামলার নথির বরাতে পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১১ সালের ১৬ ডিসেম্বর জালকুড়ি এলাকার স্থানীয় একটি মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে খুন হন ওই এলাকার নুরুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় বাদী, তদন্তকারী কর্মকর্তাসহ ৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ দুপুরে তিনজন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করে। রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়