২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২৩:২৩, ২০ মে ২০২৩

আপডেট: ২৩:২৪, ২০ মে ২০২৩

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা

প্রেস নারায়ণগঞ্জ: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর প্রতিষ্ঠার ৩৫ বছর উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ মে) বিকেলে চাষাড়া শহীদ মিনারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর আয়োজনে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শিখন সরকার শিপন।

শিখন সরকার শিপন বলেন, ধর্ম যার যার রাস্ট্র সবার। ৩৫ বছর আগে এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদ গঠিত হয়েছিলো।
৭১`এ মহান মুক্তিযুদ্ধে কে মুসলিম, কে হিন্দু সেটা না দেখে যুদ্ধে গিয়ে দেশ স্বাধীন করা হয়েছে। এখন কেনো বিভেদ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আস্থার জায়গা, তার কাছে আমাদের দাবি সংখ্যালঘুরা যেনো আর নিপীড়নের শিকার না হয়।

তিনি বলেন, হিন্দু বৌদ্ধ খিস্ট্রান কোন বিচ্ছিন্ন সংগঠন না। তাদের দাবির প্রতি পূজা পরিষদ সব সময় আছে এবং থাকবে।

এসময় নেতৃবৃন্দ লক্ষী নারায়ণ মিল মন্দির এর প্রতিমা ভাংচুর এর প্রতিবাদে নিন্দা জানান

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি হরী সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুশীল দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ-সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেসন, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সভাপতি লিটন চন্দ্র পাল, সহ-সভাপতি ননী গোপাল, সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দে, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য কৃষ্ণ আচার্য্য, মহানগর ত্রান বিষয়ক সম্পাদক তপন ঘোষ, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস,মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু সহ প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়