২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৩১, ৯ ডিসেম্বর ২০২০

৬ লেন হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড

৬ লেন হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রশস্ত করা হচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড)। সড়কটি ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের প্যাকেজ কাজের ক্রয়প্রস্তাবের অনুমোদন পেয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) অর্থমন্ত্রী মুস্তফা কামালের অনুপস্থিতিতে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৫তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল জানান, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (আর-১১১) ছয় লেনে উন্নীতকরণে অনুমোদিত প্রকল্পে ব্যয় হবে ৩৬৪ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৯০৭ টাকা। সর্বনি¤œ দরদাতা হিসেবে যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, তাহের ব্রাদার্স লিমিটেড এবং হাসান টেকনো ব্রাদার্স লিমিটেড। এখানে লিড পার্টনার হিসেবে থাকছে তাহের ব্রাদার্স লিমিটেড।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়