৩০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৪:৪১, ১১ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৫:২০, ১১ সেপ্টেম্বর ২০২১

ফতুল্লায় তৈরি পোশাক কারখানায় আগুন

ফতুল্লায় তৈরি পোশাক কারখানায় আগুন

প্রেস নারায়ণগঞ্জ: ফতুল্লায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ফতুল্লার বিসিক এলাকায় আল বারাকা নীট ওয়্যার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের খবর পেয়ে ফতুল্লা ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটির কম্পিউটার ও সিসি ক্যামেরা কন্ট্রোল প্যানেল থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ড ঘটেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফতুল্লা ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় কারখানাটির ৪র্থ তলায় অফিস কক্ষের সব আসবাবপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে অফিস কক্ষের কম্পিউটার ও সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল প্যানেল থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। অগ্নিকান্ডে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়