২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ০৭:০০, ২৭ মার্চ ২০২১

গানে-কবিতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

গানে-কবিতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

প্রেস নারায়ণগঞ্জ: গান, কবিতা, গুণীজন আলোচনার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার ও পরিচ্ছন্ন বাংলাদেশ সংগঠন৷ শুক্রবার (২৬ মার্চ) সদর উপজেলার তল্লায় পাঠাগার প্রাঙ্গণে এ আয়োজন করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার মর্তুজা শরীফুল ইসলাম৷

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত দুই সপ্তাহব্যাপী পাঠাগার প্রাঙ্গণে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা৷ পাঠাগার ও সংগঠনের সদস্য শিশু-কিশোরদের প্রচেষ্টায় তৈরি দেয়ালিকার উন্মোচন করা হয় অনুষ্ঠানে৷ এছাড়া গান, কবিতা ও ছড়া পরিবেশন করে শিশু-কিশোররা৷ তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বর্ণিল সাজে সজ্জিত পাঠাগার প্রাঙ্গণ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. রওনক জাহান রীমা, বাংলাভিশনের নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি, মানবাধিকার কর্মী ও সংগঠক নাজমুল হাসান রুমি, বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকারি কদম রসুল কলেজের প্রভাষক মোহাম্মদ শাহাব উদ্দিন, সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা সাইফুল ইসলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ার শ্রী সুশান্ত দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠন আনন্দ’র সভাপতি রুহেলের নেতৃত্বে ঢাবির বিভিন্ন বিভাগের একদল মেধাবি ছাত্রছাত্রী, শিক্ষক অজিত কুমার, নজরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা সকলকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান৷ তারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এদেশের স্বাধীনতার মর্যাদা রক্ষায় সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷ প্রত্যেকে তার নিজ নিজ নৈতিক অবস্থান থেকে সকল অন্যায়, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷ মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটে৷ সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই৷ আমাদের পরিবেশ আমাদেরই সুন্দর রাখতে হবে৷ পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের থেকেই শুরু করতে হবে৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়