২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৫:২৯, ১০ অক্টোবর ২০২০

আপডেট: ১৮:৩৩, ১০ অক্টোবর ২০২০

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শুভসংঘের মানববন্ধন

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শুভসংঘের মানববন্ধন

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ধর্ষণবিরোধী মানববন্ধন করেছে কালের কণ্ঠ শুভসংঘ। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চাষাঢ়া শহীদ মিনারে আয়োজিত এ কর্মসূচিতে শুভসংঘের সদস্যরা নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে বক্তব্য দেন কালের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি দিলীপ কুমার মণ্ডল, শুভসংঘের কর্মকর্তা অ্যাডভোকেট আব্দুল মান্নান, অ্যাডভোকেট কাজী মামুন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আমির হোসেন, রঞ্জিত মণ্ডল, সওদাগর খান, দিলীপ কুমার দাস, তাজুল ইসলাম, সুমন চন্দ্র দাস, মামুন আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে সামাজিক অবক্ষয়ের মাত্রা বেড়ে গেছে। একদিকে বেড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা অন্যদিকে নারীর প্রতি অবিচার, নির্যাতন। বেড়েছে ধর্ষণও। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান প্রণয়ন করে এসকল অবিচার বন্ধের দাবি জানান বক্তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইমতিয়াজ ওমর সুমন, হাবিবুর রহমান হাবিব, অমিত কুমার মণ্ডলসহ শুভসংঘের শতাধিক সদস্য।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়