২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৩৩, ১৬ ডিসেম্বর ২০২১

আপডেট: ২০:৩৩, ১৬ ডিসেম্বর ২০২১

প্যারাডাইজ কেবলস শ্রমিক ইউনিয়নের বিজয় র‌্যালী

প্যারাডাইজ কেবলস শ্রমিক ইউনিয়নের বিজয় র‌্যালী

প্রেস নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় র‌্যালী করেছে প্যারাডাইজ কেবলস শ্রমিক লি. ইউনিয়ন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় কারখানার প্রধান ফটকের সামনে থেকে র‌্যালীটি শুরু হয়।

এসময় র‌্যালীটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক হয়ে চাষাড়া বিজয় স্তম্ভে এসে শেষ হয়। র‌্যালী শেষে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাড. মন্টু ঘোষ, শ্রমিক নেতা ইকবাল হোসেন, প্যারডাইজ ক্যাবলস লি. শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাজমুল প্রমুখ।

র‌্যালীর পূর্বে মন্টু ঘোষ বলেন, আমাদের দেশের মেহনতী মানুষের অধিকার আদায়ে দেশকে পাকিস্থানি হানাদার বাহিনির কবলথেকে মুক্ত করতে প্রতি লড়াইতে শ্রমজীবি মানুষেরা বীরদর্পে লড়াই করে গেছেন । তাজা প্রাণের বিনিময়ে অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা । আমার স্বাধীন দেশে আজও ভয়াবহ বৈষম্যের স্বীকার হতে হচ্ছে ধনী আরও ধনী হচ্ছে, দরিদ্র মানুষরা আজ কঠিন সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছে , দ্রব্যমূল্যের উচ্চমূল্যের বাজারে আমাদের শ্রমজীবী মানুষের জীবনে আজ ভয়াবহ সংকট যাচ্ছে ।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করছি ধনী দরিদ্র বৈষম্য প্রতিনিয়ত বেড়েই চলেছে। দেশের অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে যা মুক্তিযুদ্ধের একাত্তরের চেতনার সাথে সাংঘর্ষিক। আজকের সরকারের চ্যালেঞ্জ স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে শ্রমজীবি মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন অধরাই থেকে যাবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়