২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৫৭, ১৮ এপ্রিল ২০২১

সহকর্মীদের সেবা দিতে কর্মচারী পরিষদ ও কর্মচারী সমিতির জরুরি টিম

সহকর্মীদের সেবা দিতে কর্মচারী পরিষদ ও কর্মচারী সমিতির জরুরি টিম

প্রেস নারায়ণগঞ্জ: করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ জেলার সরকারি কর্মচারীদের চব্বিশ ঘন্টা স্বাস্থ্যসেবা দিচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখা৷ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ঘোষিত সর্বাত্মক লকডাউন ঘোষণার পর এ উদ্দেশ্যে গত ১৩ এপ্রিল জরুরি টিম গঠন করেছে সংগঠনটি৷

করোনা সংক্রমন লকডাউন চলাকালীন সময়ে এক বিজ্ঞপ্তিতে জরুরী তথ্য সেবা প্রদান ও কর্মচারীদের যেকোনো অসুবিধায় সহযোগিতা প্রদানে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে৷উল্লেখিত সেবা শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার সকল শ্রেণির সরকারি কর্মচারীদের জন্য প্রজোয্য। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাউদ নূর৷

মির্জা নজরুল ইসলাম রানা: ০১৭২৪৫৮১৪৮২ (রাত ১২টা--রাত ২টা)
সাউদ নূর: ০১৯৩৬৯৮৫৮৫৫ (রাত ২টা থেকে দুপুর ১২টা)
আব্দুস সালাম রুপম: ০১৭৭৬৩৪৬৫৭১ (দুপুর ১২টা হতে দুপুর ২টা)
আব্দুর রহমান: ০১৭৭৭২৭৭৭৭০ (দুপুর ২টা হতে বিকাল ৪টা পর্যন্ত)
সাউদ নূর: ০১৯৩৬৯৮৫৮৫৫ (বিকাল ৪টা হতে রাত্র ১০টা)
আব্দুল মতিন পাটোয়ারী: ০১৬৩৫৭১৪৩৯৭ (রাত ১০টা হতে রাত ১২টা পর্যন্ত)

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়