২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:১২, ৪ ডিসেম্বর ২০১৯

আপডেট: ২০:২৬, ৪ ডিসেম্বর ২০১৯

শুক্রবার শহুরে গায়েনের গান-আড্ডা

শুক্রবার শহুরে গায়েনের গান-আড্ডা

প্রেস নারায়ণগঞ্জ: ভালো লাগা, মন্দ লাগা, চিন্তা-চিৎকার, ভাবনা-প্রতিবাদ গান হয়ে যাক। বাংলা গানের ইতিহাসে বিগত কয়েক দশক ব্যান্ড সঙ্গীত নিজস্ব একটা জায়গা করে নিয়েছে। কিংবদন্তী শিল্পী গুরু আজম খান, আইয়ূব বাচ্চু, জেমস কিংবা সঞ্জিব চৌধুরী আরোও বহু জনপ্রিয় ব্যান্ড দল বাংলা গানে নতুন মাত্রা যুক্ত করেছেন।

ব্যান্ড সঙ্গীতের ধারাবাহিকতায় শহুরে গায়েন পথ চলার দশম বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে বাংলা ব্যান্ড দল শহুরে গায়েন নগরীতে আয়োজন করেছে গান-আড্ডা।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় নগরীর আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের এক্সপেরিমেন্টাল হলে এ গান-আড্ডা অনুষ্ঠিত হবে।

উক্ত গান-আড্ডায় বাংলা ব্যান্ডদল শহুরে গায়েন পরিবেশন করবে বাংলা ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় নয়টি ব্যান্ড দলের গান ও নিজস্ব মৌলিক গান। এছাড়া বর্তমানে সারাবিশ্বেই তারুণ্যের উচ্ছ্বাসের প্রতীক ব্যান্ড সঙ্গীত নিয়ে ‘তরুণদের ভাবনা’ শীর্ষক আলোচনা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শহুরে গায়েনের বর্তমান লাইন-আপ শওকত আলী। পরিবেশনায় থাকবেন ভোকাল শাহীন মাহমুদ, লিড গীটারিস্ট রনক ইব্রাহীম, রিদম গীটারিস্ট সাইফুল ইসলাম রবিন, ক্যাজন/ড্রামসে শাহেনশাহ অর্নব ও ভোকাল/রিদম গীটারিস্ট এস ডি পাপ্পু।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়